শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ - ২০:৩৫
আল্লাহর জন্য জীবনযাপনই জীবনের প্রকৃত উদ্দেশ্য

জীবন দর্শনকে ধারণ করলেই মানুষ তার অস্তিত্বের পূর্ণতা খুঁজে পেতে পারে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো আল্লাহর জন্য জীবনযাপন করা, তাঁর পথে জীবন দান করা এবং তাঁর মহিমা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া-এমন অভিমত ব্যক্ত করেছেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মতে, এ জীবন দর্শনকে ধারণ করলেই মানুষ তার অস্তিত্বের পূর্ণতা খুঁজে পেতে পারে।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীতে রয়েছে মানবতার জন্য শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহতায়ালা কুরআনে বলেছেন—“তোমাদের জন্য আল্লাহর রাসুল (সা.)-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” এ আয়াতের আলোকে নবীজির অনন্য চরিত্র ও সংগ্রামী জীবন প্রতিটি মুসলমানের জন্য দিশারী।

তিনি আরও বলেন, ইসলামের শিক্ষা শুধু কোনো ধর্মীয় আচার নয়, বরং এটি মানুষের সার্বিক জীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। ইতিহাস সাক্ষী, নবীজির দাওয়াত ও সংগ্রামের মাধ্যমেই ইসলামের আলো ছড়িয়ে পড়েছে সমগ্র পৃথিবীতে এবং আজও তা মানবকল্যাণে প্রেরণা জোগাচ্ছে।

বিপ্লবী নেতা বলেন, মুসলমানদের জন্য এখন জরুরি হলো ইসলামের শিক্ষাকে গভীরভাবে উপলব্ধি করা ও তা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। যদি মুসলমানরা ইসলামের প্রকৃত মূল্যবোধ আঁকড়ে ধরে, তবে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক বিশ্ব গড়ে তোলা সম্ভব হবে, যা মানুষের প্রকৃত ও প্রাকৃতিক চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।

শেষে তিনি বলেন, ইসলাম মানুষের অন্তরে আল্লাহভীতি, নৈতিকতা, ন্যায়বিচার ও ভ্রাতৃত্ববোধের চেতনা জাগ্রত করে। এগুলোই আজকের সমাজে শান্তি ও উন্নয়নের প্রধান ভিত্তি হতে পারে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha